তুমি ছাড়া পদ্য
ঘেন্নার সাথে স্বপ্ন মেশাও
একটা পদ্য হবে
পদ্যে পদ্যে যুদ্ধ লেগে
মনটা ভেংগে যাবে।
ভাংগা মনে গদ্য লিখো
পাঠক হব আমি
পড়তে পড়তেই সবকিছু
বদলে যাবে জানি-
বদলি হাওয়ার পাল্ তুলব
আবার যদি হারাই
‘পথ পাবেনা’- বল যদি
চলব তুমি ছাড়াই।
‘হোঁচট খাবে’- তাতেইবা কী?
পথ ফুরাবে বেশ্
ফুরিয়ে যাওয়ার গদ্য হবে
নষ্ট অবশেষ!
একটা পদ্য হবে
পদ্যে পদ্যে যুদ্ধ লেগে
মনটা ভেংগে যাবে।
ভাংগা মনে গদ্য লিখো
পাঠক হব আমি
পড়তে পড়তেই সবকিছু
বদলে যাবে জানি-
বদলি হাওয়ার পাল্ তুলব
আবার যদি হারাই
‘পথ পাবেনা’- বল যদি
চলব তুমি ছাড়াই।
‘হোঁচট খাবে’- তাতেইবা কী?
পথ ফুরাবে বেশ্
ফুরিয়ে যাওয়ার গদ্য হবে
নষ্ট অবশেষ!
Comments
Post a Comment