তুমি ছাড়া পদ্য

ঘেন্নার সাথে স্বপ্ন মেশাও
একটা পদ্য হবে
পদ্যে পদ্যে যুদ্ধ লেগে
মনটা ভেংগে যাবে।
ভাংগা মনে গদ্য লিখো
পাঠক হব আমি
পড়তে পড়তেই সবকিছু
বদলে যাবে জানি-
বদলি হাওয়ার পাল্ তুলব
আবার যদি হারাই
‘পথ পাবেনা’- বল যদি
চলব তুমি ছাড়াই।
‘হোঁচট খাবে’- তাতেইবা কী?
পথ ফুরাবে বেশ্
ফুরিয়ে যাওয়ার গদ্য হবে
নষ্ট অবশেষ!

Comments